Online Advertising
বর্তমানে সবচেয়ে কার্যকর বিজ্ঞাপন হলো অনলাইন বিজ্ঞাপন। কারণ এই বিজ্ঞাপনে টার্গেট কাস্টমার সহজেই চেনা যায় এবং সে অনুযায়ী ক্যাম্পেইন করা যায়। আবার খরচও টিভি-পত্রিকার বিজ্ঞাপনের চেয়ে অনেক কম।
ভিডিও বিজ্ঞাপন
বাংলাদেশের ক্ষেত্রে বিজ্ঞাপন প্রচারের সবচেয়ে বড় প্লাটফর্ম হলো গুগল, ফেসবুক, ইউটিউব। এছাড়া টিকটক একটা বড় মাধ্যম বাংলাদেশের প্রেক্ষাপটে।
Artist BD উল্লিখিত সবগুলো প্লাটফর্মে প্রচারের উপযোগী ভিডিও বিজ্ঞাপন নির্মাণ করে। এছাড়া সেগুলো প্রচারের ব্যবস্থা থেকে শুরু করে অ্যানালিটিক্স রিপোর্ট পর্যন্ত সবই করে Artist BD.
ইউটিউব বিজ্ঞাপন: ইউটিউবে চালানোর জন্য ভিডিও বিজ্ঞাপন বানানো হয়। ইউটিউব বিজ্ঞাপন প্লেসমেন্ট করা থেকে শুরু করে অ্যানালিটিক্স রিপোর্ট পর্যন্ত সবই করে Artist BD.
টেক্সট বিজ্ঞাপন
যে বিজ্ঞাপনে ভিডিও নয়, ইমেজ ও টেক্সট ব্যবহার করা হয় তাকেই টেক্সট বিজ্ঞাপন বোঝানো হয়েছে।
গুগল বিজ্ঞাপন: গুগলে লিংকসহ বিজ্ঞাপন দিতে সহায়তা করে Apex PR. কোনো কিছু দিয়ে সার্চ করলে গুগল প্রথম দুই-তিনটি রেজাল্টে দেখায় বিজ্ঞাপনের লিংক।
এক্ষেত্রেও বিজ্ঞাপন প্লেসমেন্ট থেকে শুরু করে অ্যানালিটিক্স রিপোর্ট, কাস্টমার ইনটেন্ট - সবই করে দেয় Artist BD.
ফেসবুক টেক্সট বিজ্ঞাপন: এটি দিয়ে বোঝানো হয়েছে যে বিজ্ঞাপনে শুধু টেক্সট আর ইমেজ ব্যবহার করা হয়। এমন বিজ্ঞাপনের ছবি নির্বাচন ও কনটেন্ট আমরা লিখে দেই এবং সে অনুযায়ী বিজ্ঞাপন প্লেসমেন্ট থেকে শুরু করে অ্যানালিটিক্স রিপোর্ট ও কাস্টমার ইনটেন্ট সবই আমরা প্রতিবেদন আকারে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করে Artist BD. শুধু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক আইকনে ক্লিক করুন লিখুন। তাহলে আমাদের একজন বুকিং এজেন্ট আপনার সঙ্গে যোগাযোগ করবে।
আপনি কি এখনই কথা বলতে চা? তাহলে আমাদের একটি কল দিন 01889 346 920 এবং আমাদের বুকিং এজেন্টদের একজন অবিলম্বে আপনাকে সাহায্য করতে পেরে খুশি হবে।
আমাদের অফিস টাইম সকাল নয়টা থেকে সন্ধ্যা ৭টা। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত।